ফেসবুক-টুইটার ছাড়লেন আমির

১৬ মার্চ, ২০২১ ১৭:৪৯  
বলিউড অভিনেতা আমির খান নিজের ৫৬তম জন্মদিন পালন করেছেন রোববার, আর এর পরদিন, অর্থাৎ সোমবারই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ার কথা ঘোষণা করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম – সর্বত্র একই পোস্ট দিয়েছেন আমির। তিনি লিখেছেন, “জন্মদিনে আমাকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমার মন ভরে গেছে। আরেকটা খবর আছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট। সোশ্যাল মিডিয়ায় আমি একটু বেশিই সক্রিয়, তাই আমি এই ভণ্ডামি ত্যাগ করছি। আমরা আগে যেভাবে যোগাযোগ রাখতাম সেভাবেই রাখব। আরেকটি কথা, আমির খান প্রোডাকশনস একটি অফিশিয়াল চ্যানেল শুরু করেছে! ভবিষ্যতে সেখানে আমার ও আমার সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে।